
আরিফুল ইসলাম আশিক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক টেক্সটাইল মিলের ছাদ থেকে স্বর্ণা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তিনগাঁও এলাকার একটি টেক্সটাইল মিল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বর্ণা বেগম ওই এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। তিনি মিলটিতে রান্নার কাজ করতেন। বিকেলে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.