
বেলাব(নরসিংদী) প্রতিনিধি:
ইতালির রোমে অন্যতম সামাজিক সংগঠন বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। যান্ত্রিক জীবনকে উপেক্ষা করে রোমের অদূরে সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের
LUNGOLAGO DI CAPODIMONTE তে প্রবাসী পরিবার আনন্দ উপভোগ করেন এই আয়োজনে।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।
বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায়, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন, সিনিয়র সহ-সভাপতি রহমত উল্লাহ প্রধান, সম্মানিত সদস্য রুহুল আমিন শ্যামল, সম্মানিত উপদেষ্টা ইয়াসিন রাজীব, সহ-সভাপতি মোঃ নুরু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী, প্রচার সম্পাদক মিয়া সেলিম, সদস্য শাহাদাত হোসেন চৌধুরি'সহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ। উক্ত বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতি, এবং বিভিন্ন থানার সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি আমান উল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নেওয়ার পর বেলাব উপজেলা প্রবাসীদের জন্য মরণোত্তর ফান্ড তৈরি করা হয়েছে, অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে, বেলাব উপজেলা প্রবাসীদের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, অনেকের কাগজপত্রের জটিলতা নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, শুধু ইতালিতে নয় বাংলাদেশেও তার নিজ উপজেলা বেলাবোতে সামাজিক কল্যাণকামী বিভিন্ন কাজে দুরযোগে দুঃসময়ে এ সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
অনুষ্ঠানটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মধ্য দিয়ে।যেখানে টেলিভিশন, মোবাইল, মাইক্রো ওভেন, ফেন,হিটার সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার ছিল অতিথিদের জন্য।।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.