
সংবাদদাতা :
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন “ইয়েস আই ক্যান (Yes I Can)”।
"চলো গড়ি বেলাব" এর মধ্যস্তায় সংগঠনটির পক্ষ থেকে পরিবারের জন্য একটি সিঙ্গার সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
“চলো গড়ি বেলাব” ফেসবুক গ্রুপের এডমিন সদস্য রুবেল পারভেজ জানতে পারেন,
একজন অসহায় নারী , যিনি স্বামীহারা এবং তিনজন স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন, তার একটি সেলাই মেশিন প্রয়োজন। যার বাজারমূল্য প্রায় ১৩ হাজার টাকা।
রুবেল পারভেজ বিষয়টি চলো গড়ি বেলাব এডমিন প্যানেল ও মারুফ আলমের সাথে শেয়ার করেন। পরবর্তীতে “ইয়েস আই ক্যান” সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন কেনার অর্থ প্রদান করা হয়।
এডমিন প্যানেল সদস্য এম.কে. সুমন ও হুমাইরা ইসলাম মেশিনটি ক্রয় করে অসহায় পরিবারের হাতে হস্তান্তর করেন।
এ বিষয়ে মারুফ আলম বলেন,
এই মহৎ উদ্যোগে সবসময় শরিক হতে চাই।
Yes I Can সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই। চলো গড়ি বেলাব" সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.