
আরিফুল ইসলাম আশিক :
সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে আটটি দেশ। এই আসর শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। তবে টুর্নামেন্ট শেষ হতেই ব্যস্ত সূচিতে নামছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের এই দেশেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা।
দ্বিপক্ষীয় সিরিজে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে। ২ অক্টোবর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি, এরপর ৩ ও ৫ অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
শনিবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফজল হক ফারুকি, অভিজ্ঞ অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাত।
তবে জায়গা পেয়েছেন দুই নতুন পেসার বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাই। টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে অভিষেকের অপেক্ষায় থাকা টপঅর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলেরও।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইশাক, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমেদ মালিক, আবদুল্লাহ আহমদজাই।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সালেম সাফি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.