ফখর উদ্দিন ইমরান //
২০০৬ সনের ২৮ আক্টাবর তারিখে পল্টন ট্রাজেডি দিবসে লগি-বৈঠার নৃশংস তান্ডবের বিচার দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলটি দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথ সভা করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, সেক্রেটারি মাহমুদুল হাসান, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল প্রমুখ
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.