
ফখর উদ্দিন ইমরান //
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর সদর ও বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ২৪টি মামলায় কয়েক প্রতিষ্ঠানকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল খাদ্য,পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত মোড়ক না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খাঁন,কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোঃ মারগুব তৌহিদ,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,সাঃ সম্পাদক জিল্লুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল,পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন,এসআই সাইদুল ইসলামসহ পুলিশ,সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
এসময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম বলেন,বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে নিয়মিত এ অভিযান চলবে।প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মাধ্যমে অনিয়ম ও প্রতারণা কমে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য পাবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.