নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ /২০২৬ উপলক্ষে মাধ্যমিক স্কুল থেকে উপজেলা পর্যায়ে শেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তার বাবার নাম মোঃ শিবলু মিয়া। তিনি রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী, তার ক্লাস রোল -০১ ও বিজ্ঞান বিভাগ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
শ্রেষ্ঠ শিক্ষার্থী হাবিবা আক্তার শ্রাবন্তী বলেন,আমি আল্লাহর অশেষ মেহের বানীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছি। এজন্য আমি আমার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের অক্লান্ত চেষ্টায় এ সাফল্য অর্জন করেছি। তাঁদের সহায়তা ছাড়া এটা সম্ভব ছিলনা।
বিদ্যালয়ের দশম শ্রেনীর শ্রেণী শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, হাবিবা আক্তার শ্রাবন্তী অদম্য মেধার অধিকারী বলেই সে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
এ ব্যাপারে রইছ মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম ইউসুফ মিয়া এ প্রতিবেদককে বলেন, " আলহামদুলিল্লাহ। এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী হাবিবা আক্তার শ্রাবন্তী আমাদের বিদ্যালয়ের গর্ব। সে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্র উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। তার অভুতপূর্ব সাফল্যের জন্য তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । পাশাপাশি সে এ সাফল্যের ধারা যাতে ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারে সেজন্য আমি সকলের নিকট হতে তার জন্য দোয়া কামনা করছি। "
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.