
মোস্তাফিজ আমিন, ভৈরব॥
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহি ট্রাক্টরের চাপায় জয়নাল আবেদীন (২৮) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার বাজরা কামালিয়াকান্দি থেকে কুলিয়ারচর সদর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়নাল আবেদীন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে জয়নাল আবেদীন মোটর সাইকেল যোগে তার কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথিমধ্যে বাজরা কামালিয়াকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বালুবাহি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টরটিকে প্রাথমিকভাবে সনাক্ত করা গেছে। সেটিকে জব্দ ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ সর্বাত্মক আইনি সহায়তা দেবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.