মোস্তাফিজ আমিন, ভৈরব॥
ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর-তামাবিল অংশে ৪ (চার) লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি ও অবকাঠামোর মূল্য বর্তমান বাজারদরে প্রদানের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় অনুষ্ঠিত এইসব কর্মসূচীতে ভৈরবপুর, কমলপুর, লক্ষ্মীপুর মৌজার বসবাসকারি কয়েকশ ভূমি ও স্থাপনার মালিক এবং তাদের পরিবারের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এই সময় তারা দাবি করেন, উল্লেখিত এলাকাগুলির ভূমি, অবকাঠামো ও বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নির্ধারণ করা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত ক্ষতি পূরণের টাকা দিয়ে ক্ষতিগ্রস্তরা তাদের বসবাসের ভিটা, অবকাঠানো ও প্রতিষ্ঠানের চার ভাগের এক ভাগও তৈরি করতে পারবেন না। ফলে এই শত শত পরিবার অদূর ভবিষ্যতে ভিটে ও কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হবেন।
তাই তারা সরকার কর্তৃক ঘোষিত বর্তমান মূল্য পরিবর্তন করে, বাজারদর বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে পূণনির্ধাণের দাবি জানান।
তারা এ সময় হুশিয়ারি দিয়ে জানান, যদি তাদের ন্যায্য দাবি না মানা হয়, তবে তারা পরিবার পরিজন নিয়ে কাফনের কাপড় পরে এই মহাসড়কে আমরণ অনশনে বাধ্য হবেন এবং দাবির পক্ষে আগামী সোমবার একই স্থানে অবস্থান কর্মসূচী ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মালেক, লায়ন মো. কামাল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, আব্দুর রউফ, সাজ্জাদ মামুন, আশরাফ উদ্দিন মুকুল, আঁখি বেগম প্রমুখ।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.