
আরিফুল ইসলাম আশিক :
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর অবশেষে সিনেমাটি বাংলাদেশে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে।
এর আগে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতি’ দেশে মুক্তি পেলেও, তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ দর্শকদের জন্য বড়পর্দায় প্রদর্শিত হয়নি। নির্মাতা মাকসুদ হোসাইনের পরিচালনায় নির্মিত এ ছবিতে বাবাকে হারানো এক কন্যার জীবনসংগ্রামের গল্প দেখানো হয়েছে। অসুস্থ মাকে নিয়ে সাবার সংগ্রামী জীবনের কাহিনি ফুটে উঠেছে সিনেমায়।
নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এটি করার সিদ্ধান্ত ভুল ছিল না। চরিত্রের জন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনেক রিহার্সাল করেছি, কঠোর পরিশ্রম করতে হয়েছে।”
তিনি আরও জানান, “অনেক বছর বিভিন্ন মাধ্যমে কাজ করলেও সিনেমা করা হচ্ছিল না। প্রায়ই প্রশ্ন আসত— কেন আমি সিনেমা করছি না? আসলে আমি সঠিক সময় ও উপযুক্ত গল্পের অপেক্ষায় ছিলাম। এমন একটি কাজ করতে চেয়েছিলাম, যা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এবং দর্শক আজীবন মনে রাখবেন। ‘সাবা’ সেই রকমই একটি সিনেমা।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.