
হারুনূর রশিদ, নরসিংদী :
“শিক্ষার আলো, সবুজের হাতছানি, গড়বো মোরা সুন্দর আগামী” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম এর উদ্যোগে
বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার দিনব্যাপী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এমএইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরামের সভাপতি খন্দকার আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, সহ-সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ এস.এম. শরীফ, সম্মানিত সদস্য আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ফলদ বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই উপহার আমাদের পড়াশোনা ও পরিবেশ দুটোকেই ভালোবাসতে শিখিয়েছে। এমন আয়োজনে আয়োজকদের ধন্যবাদ। আগামীত এমন কর্মসূচি অভ্যাহত রাখার আহবান রাখছি।”
বিদ্যালয়ের শিক্ষক কবিরুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করে। এই উদ্যোগ প্রশংসনীয়।”
সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন, “শিক্ষা ও পরিবেশ দুটোই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। প্রেস ফোরামের এমন কার্যক্রম অভ্যাহত থাকবে।
সহ-সভাপতি মোস্তফা খান বলেন, “গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। সংগঠনের পক্ষ থেকে সামাজিক বিনিয়োগ। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাক।”
যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, সচেতন শিক্ষার্থীই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়বে। তাই উদ্ভুদ্ধ করনে এই উদ্যোগ। এটাই নরসিংদী প্রেস ফোরামের পরিচয়।”
সাধারণ সম্পাদক হারুনূর রশিদ বলেন, “আমরা শুধু সংবাদই নই, সমাজের জন্য ইতিবাচক কাজেও অংশ নিই। নরসিংদী প্রেস ফোরামের সদস্যরা শুধু সংবাদকর্মীই নয়, সমাজ পরিবর্তনের সহযাত্রী।
কোষাধ্যক্ষ এস.এম. শরীফ বলেন, “প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ আরও বাড়বে।”
সভাপতি খন্দকার আমির হোসেন বলেন, “আমরা চাই, নরসিংদীর প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন ছড়িয়ে পড়ুক। সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আজকের দুই শতাধিক কোমলমতি শিশুদের মাঝে এই আয়োজন।”
অনুষ্ঠান শেষে সংগঠনের সাংবাদিকরা শিক্ষার্থী, শিক্ষক একসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে “সবুজ নরসিংদী” গড়ার অঙ্গীকার করেন।
#
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.