ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক \
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় পৌরসভার সেমিনার কক্ষে ভৈরব শিল্পকলা একাডেমির আয়োজনে ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, শিক্ষাবিদ ও বিশিষ্ট শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ আহমেদ, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোস্তাফিজ আমিন, সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেলুর রহমান, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, বাংলা ভিশন টিভি ও যায়যায়দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় ছিলেন, ভৈরব উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিশু-কিশোরীকে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পৌঁছাতে অনেক চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। শুরুতেই উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যেতে অনেক পরিশ্রম করতে হয়। ভৈরবের শিশু-কিশোররা তাদের লেখা পড়ার পাশাপাশি শিল্প সংস্কৃতিকে আজ জাতীয় পার্যায়ে নিয়ে গেছে। যা ভৈরববাসীর জন্য গৌরবের। এসময় বক্তারা ভৈরবের শিল্পকলা একাডেমিসহ সকল সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও ভৈরব শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ে পৌঁছাতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে।
আলোচনা শেষে নতুন কুড়ি-২০২৫ এর গল্পবলা বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় হওয়ায় নুসরাত তাসনিম, বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় হওয়ায় সামিয়া পাঠান নুহাত, আবৃত্তিতে একুশে পদকে ৬ষ্ঠ হওয়ায় আরশিয়া রহমানকে বিশেষ সম্মাননা এবং বিভাগীয় পর্যায়ে ইয়েস কার্ড পাওয়ায় দেশাত্মবোধক সংগীতে শ্রুতি আচার্য, আবৃত্তিতে সুবহানুল এস আলম, সাদমীন জাহান ও মুক্তাদির রহমানকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.