মো. শাহাদাত শাহ্, (সৌদি আরব সংবাদদাতা )
পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদুল হারাম) ইবাদত করতে আসা বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চলাচলের পথ (ডেডিকেটেড প্যাসেজ) বরাদ্দ করা হয়েছে। মসজিদে নববী ও পবিত্র হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।
সহজ ইবাদত ও আরামদায়ক পরিবেশ
কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে কোনো ধরনের ভিড় বা বিঘ্ন ছাড়াই স্বাচ্ছন্দ্যে তাদের ইবাদত সম্পাদন করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন এই প্যাসেজগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা নিরাপদ চলাচলের পাশাপাশি ইবাদতকারীদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে।
সেবার মানোন্নয়নে নিরন্তর প্রচেষ্টা
পবিত্র কাবা শরিফে আসা তীর্থযাত্রী ও মুসল্লিদের সেবার মান উন্নত করতে সৌদি সরকার ও হারামাইন কর্তৃপক্ষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, "আমরা চাই প্রতিটি ইবাদতকারী যেন এক আরামদায়ক এবং নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন। বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদান করা আমাদের অন্যতম অগ্রাধিকার।"
আধুনিক সুবিধার সমন্বয়
এই বিশেষ পথগুলো বরাদ্দের ফলে হুইলচেয়ার ব্যবহারকারী এবং বয়স্ক ব্যক্তিরা এখন অনেক সহজে ভিড় এড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। এর ফলে মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.