
গাজীপুরের প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে শ্রীপুর থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা দাবী করেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা কুপিয়ে হত্যা করছে তাদের যেন দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করা হয়।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান (বনিক বার্তার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম রানা (৭১ টেলিভিশন) এর পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ (আমাদের সময়) শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (গণমুখ), মোতাহার খান (জি.টিভি), প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল মন্ডল (আজকের পত্রিকা), আরিফুল ইসলাম খান (এশিয়ান টেলিভিশন), প্রেসক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক সোলাইমান মোহাম্মদ (রূপালি বাংলাদেশ), শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন (সমকাল)।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রব রুবেল (এনটিভি), আব্দুল আজিজ, সাইফুল আলম সুমন, আদনান মামুন, আবু সাঈদ, কবির সরকার, জুনায়েদ আকন্দ, আরিফ মন্ডল, কাওসার আহমেদ, সুমন গাজী, আশরাফুল ইসলাম সরকার, রমজান আলী রুবেল, ফুয়াদ মন্ডল, আনোয়ার হোসেনসহ শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.