মোস্তাফিজ আমিন, ভৈরব॥
কিশোরগঞ্জের ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাবের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, তাঁকে রাজনীতি থেকে সরাতে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে স্লোপয়জন দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছে। ফলে স্লোপয়জন শরীরে ঢুকে বিভিন্ন রোগ তাঁর শরীরে বাসা বেধেছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব আল মামুন, পৌর যুব দলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুল হক সুজন, উপজেলা শ্রমিকদলের আহ্বয়ক আদিলুজ্জামান দুলালসহ বিভিন্ন্ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী।
আলোচনা শেষে ভৈরব বাজার জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.