মো. শাহাদাত শাহ্ :(সৌদি আরব সংবাদদাতা)
রিয়াদ: সৌদি আরবের আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর হাড়কাঁপানো শীতের আমেজ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আধুনিক ‘সৌদি সংখ্যাসূচক মডেল’ বিশ্লেষণ করে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির কবলে দেশের প্রধান অঞ্চলগুলো আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই প্রভাব মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে পরিলক্ষিত হবে। এছাড়া আসির, আল-বাহা, জাজান, তাবুক, আল-জউফ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্ত অঞ্চলেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির সুনির্দিষ্ট মাত্রা (হালকা না ভারী) কেন্দ্র থেকে জানানো হয়নি, তবে আকাশ মেঘলা থাকার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রেকর্ড ছাড়াতে পারে শীতের তীব্রতা বৃষ্টিপাতের সাথে সাথে সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে হাড়কাঁপানো শীত জেঁকে বসার ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর উত্তর ও মধ্যাঞ্চলীয় শহরগুলোতে তাপমাত্রা দ্রুত নিচে নেমে আসবে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতের অনুভূতি তৈরি করবে। বিশেষ করে মরু অঞ্চলগুলোতে ঠান্ডা বাতাসের দাপট বাড়তে পারে।
প্রবাসী ও বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে প্রশাসন থেকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে:
সতর্ক ড্রাইভিং: বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
নিরাপদ অবস্থান: পাহাড়ের ঢাল বা নিচু উপত্যকা, যেখানে পানি জমে থাকতে পারে, সেসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2026 অরুনিমা. All rights reserved.