এর অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, ভৈরব শাখা প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ভৈরবের চারটি খ্যাতনামা বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেবেন।
বিতর্কের বিষয়: “অতিরিক্ত যানবাহন নয়, ট্রাফিক ব্যবস্থাপনার অনিয়মই সড়কের বিশৃঙ্খলার প্রধান কারণ।”
প্রথম রাউন্ড
পক্ষ দল: কালীপুর হাই স্কুল
বিপক্ষ দল: ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
দ্বিতীয় রাউন্ড
পক্ষ দল: ভৈরব আইডিয়া স্কুল
বিপক্ষ দল: এমবিশন পাবলিক স্কুল
অনুষ্ঠানে বিতর্ক উপকমিটির সদস্য সচিব ও নিসচা সদস্য সুমাইয়া হামিদ দিয়া মডারেটরের দায়িত্ব পালন করবেন।
সময় নিয়ন্ত্রণে থাকবেন নিসচা সদস্য তাসলিমা খাতুন লিসা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন নিসচা ভৈরব শাখার সাংগঠনিক সম্পাদক ও বিতর্ক উপকমিটির আহ্বায়ক শাহ আলম,
তাকে সহযোগিতা করবেন উপকমিটির সদস্য এনামুল হক।
নিসচা ভৈরব শাখার নেতৃবৃন্দ জানান, নিরাপদ সড়ক গঠনে তরুণ প্রজন্মকে সচেতন ও যুক্ত করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (ফাইনাল) অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১টায়, ভৈরব বাসস্ট্যান্ড প্যালেস পার্টি সেন্টারে
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ আমিন)
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা, রেজি নং ডি/এ ১৯৬৭
নরসিংদী অফিস :মাতৃছায়া, মরজাল বাস স্ট্যান্ড, নরসিংদী। মোবাইল 0 1711-614044
Copyright © 2025 অরুনিমা. All rights reserved.