সম্পাদকীয় :
দিন যায়, দিন আসে। মাস যায়, মাস আসে। বছর যায়, বছর আসে। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। কেবলই সামনে এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। কালের এই নিয়মে দেখতে দেখতে কালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে যাচ্ছে আজ। সময়ের পরিক্রমায় আজ মধ্যরাতে বিদায় নেবে ২০২৫ খ্রিস্টাব্দ। জীবনবৃক্ষ থেকে ঝরে যাবে একটি পাতা। মহাকাল মুছে দেবে বহুল আলোচিত একটি বছর। আসবে আরেকটি নতুন বছর। আজ রাতটুকু পেরোলেই আগামীকাল ভোরের পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। ঘন কুয়াশা সরিয়ে নতুন সূর্যোদয়ে শুরু হবে ২০২৬ খ্রিস্টাব্দ।
বাংলাদেশে ২০২৬ সাল শুরু হলো দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় অন্যতম নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দুঃখের ঘটনা দিয়ে, যখন দেশবাসী গভীরভাবে শোকাহত ও বিমর্ষ। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা শুরু করছি নতুন বছরটি।
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ।
মোহাম্মদ মোস্তাফিজ আমিন
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমা
https://slotbet.online/