নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শামীমা আফরোজ মারলিজ।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থল কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদানের সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারনা। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের বদলী জনিত কারণে পদটি শূন্য হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে কিছু দিনের জন্য তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও হিসাবে কর্মরত ছিলেন এবং পূর্বে মৌলভীবাজার জেলায়ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব¡ পালন করেছেন।
https://slotbet.online/