নিজস্ব প্রতিবেদক:
আজ ১১ জানুয়ারি, ২০২৬ (রবিবার) ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চতুর্থ ব্যাচ (স্প্রিং সেমিস্টার-২০২৬)-এর নবাগত শিক্ষার্থীদের নিয়ে ইউনিভার্সিটির ডিজিটাল কনফারেন্স রুমে বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। তিনি ভৈরবে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করার জন্য প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবালের দূরদর্শী উদ্যোগকে গভীরভাবে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “একজন শিক্ষার্থীর জন্য ইউনিভার্সিটির জীবন কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি নেতৃত্ব, মূল্যবোধ ও দক্ষতা অর্জনের পথ। আর চার বছরের এই পথচলাটাই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সেরা সময়।”
স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত, আইকিউএসি ডাইরেক্টর ও ডিন, বিজ্ঞান অনুষদ। তিনি নবাগতদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা ও ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ তাঁদের বক্তব্যে একাডেমিক কাঠামো, গবেষণা, ব্যবহারিক জ্ঞান, গ্রন্থাগার, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, আইটি-সংক্রান্ত সুযোগ-সুবিধা এবং জীবন গঠনে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নীতিমালা, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক দিকনির্দেশনা তুলে ধরেন।ফার্মেসি বিভাগের সিনিয়র শিক্ষার্থী তামান্না আক্তার বীথি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান নবাগতদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং একাডেমিক সফলতা অর্জনে করণীয় বিষয়ে আলোকপাত করেন। বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের নবাগত শিক্ষার্থী সামিয়া আক্তার ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রবিন আহমেদ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই ইউনিভার্সিটিতে পা রাখার প্রথম দিনেই যে উষ্ণ অভ্যর্থনা তারা পেয়েছে, তা তাদের আত্মবিশ্বাস ও আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উপলব্ধি করছেন। অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করাসহ সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন এবং অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর জনাব মোঃ আব্দুর রশীদ।
দীর্ঘ পরিসরের এই আয়োজনের সমাপ্তি ঘটে খোলা আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামটি ছিল একটি স্মরণীয় সূচনা, যেখানে আশাবাদ, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার এক অনন্য মিশ্রণ ছড়িয়ে পড়েছিল তাদের নতুন যাত্রার শুরুতে।
https://slotbet.online/