• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল কক্সবাজারে আনন্দভ্রমণে গিয়ে কটিয়াদী ও পাকুন্দিয়ার নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা আটক ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ভূমি ও অবকাঠামোর মূল্য পূণ:নির্ধারণের দাবিতে মানববন্ধন তুমি বাংলাদেশের গর্ব: বেলাবোরের শান্তকে তারেক রহমান কটিয়াদীতে শ্রাবন্তী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত ভৈরবে কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সঙ্গে রিক্সা, ভ্যান অটো চালক নেতৃবৃন্দের মতবিনিময়।

ভৈরবের পাঁচ গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম

Reporter Name / ২০৩ Time View
Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোস্তাফিজ আমিন, ভৈরব॥
ভৈরবের পাঁচ গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম। সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন-শিক্ষা ও সমাজসেবায় আব্দুল হেলিম তালুকদার (মরণোত্তর), মুদ্রণশিল্প বিকাশে আলহাজ্ব মুন্সি আব্দুল মতিন (মরণোত্তর, শিক্ষা বিস্তারে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী জহির উদ্দিন (মরণোত্তর), ইউনানী ওষুধশিল্পে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ইউনুছ খন্দকার (মরণোত্তর) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভৈরবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তোফাজ্জল হক।

আজ শনিবার দুপুরে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নাট্যকার-নির্দেশক ও এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক গবেষক সাংবাদিক মুহ.শহীদুল্লাহ্।

গুণীজনদের আত্মজীবনী নিয়ে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র “গুণীজন-৭” এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর সদস্য কবি, কলামিস্ট ও কথাসাহিত্যিক শিক্ষাবিদ মো.শরীফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ ও কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুল হক।

এনটিভি ভৈরব’র স্টাফ রিপোর্টার ও এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তোফাজ্জল হক, ব্যবসায়ী আলহাজ্ব মুন্সি মোজাম্মেল হক, বাংলাভিশন ও দৈনিক যায়যায় দিনের স্থানীয় প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস দ্রুব, শিক্ষক দৌলতেন্নেছা স্বর্ণ ও মিসেস তানিয়া খন্দকার।

অতিথি বক্তারা তাঁদের বক্তব্যে বলেন-আজকাল সমাজ বা রাষ্ট্রে গুণীদের কদর কমে গেছে। কমে গেছে মেধা-মননের চর্চা। আর এইগুলির জন্য দায়ী বিগত ১০/১৫ বছর যাবত দেশের শিক্ষাখাতের নৈরাজ্য। দায়িত্বশীলদের অপরিপক্ক চিন্তা-চেতনার ফলে শিক্ষাখাতে চরম মন্দ অবস্থা বিরাজ করছে। যার ফলে সমাজ ও দেশের মূল রন্ধ্রে বিশৃংখলা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। নইলে আগামীতে কঠিন খেসারত দিতে হবে।

এ সময় তারা আরও বলেন-এনটিভি তার সৃষ্টির শুরু থেকে শুধু সংবাদ পরিবেশন আর বিনোদন প্রচার নিয়েই বসে থাকেনি। তারা কেন্দ্র থেকে মফস্বল পর্যন্ত দায়িত্বশীলতার সাথে সমাজ উন্নয়ন ও সেবায় নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ভৈরবে এনটিভি দর্শক ফোরাম ধারাবাহিকভাবে সাত বছর ধরে গুণীজন সম্মাননার আয়োজন করে আসছে। যা এই এলাকার গুণীজনদের মূল্যায়ণ ও সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে। আগামী দিনগুলিতেও তারা তাদের এই মহতী কাজ অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে ২০২৫ সালের জন্য সম্মাননা পাওয়া মৃত ব্যক্তিদের পরিবারের সদস্য ও জীবিত গুণীজন অতিথিদের হাত থেকে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/