ভৈরব প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২২ অক্টোবর সারাদেশের ন্যায় ভৈরবেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা, র্যালি, সমাবেশ, আলোচনা, পুরস্কার ও লিফলেট বিতরণ অনুষ্ঠান।
সকাল ১১টা ৩০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ডের প্যালেস পার্টি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব। বিষয় ছিল: “টেকসই পরিবহন ও সড়ক ব্যবস্থা গড়লেই কেবল সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।”

একই সময়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি ও নিসচার উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, সাবেক মেয়র ও উপদেষ্টা হাজী মোঃ শাহীন, ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ, নৌ থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আমিন, গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মোহিত, এমবিশন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এমবিশন পাবলিক স্কুল এবং রানার্স আপ হয় ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন এমবিশন পাবলিক স্কুলের দলনেতা ফাতিমা ফিরদাউস তোয়া।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাহিদ হাসান আরিফ, সহকারী সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি।
অনুষ্ঠান শেষে নিসচা কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বিএসসি-এর পরিচালনায় মরহুমা জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখা সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী নানা আয়োজন পরিচালনা করছে।
https://slotbet.online/