ভেনিস, ইতালি থেকে সজীব আল হোসাইন:
ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে বিগত সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসী। আজ রোববার (২ নভেম্বর) ভেনিসের মেস্ত্রে এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন
ভৈরব সমিতি ভেনিসের সাবেক সভাপতি সোলাইমান হোসেন, ভৈরব পরিষদ ভেনিস এর সাবেক সভাপতি কাজী আবদুল্লাহ আল বাকি রোনাকসহ বিভিন্ন প্রবাসী নেতারা।
এ সময় তারা বলেন-বিগত সরকার ২০০৯ সালে ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও, আজও তা বাস্তবায়ন না হওয়া দু:খজনক।
দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সরকার পরিচালনার সুবিধার্থে দেশের ভিতরে বিভিন্ন সময় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে নতুন নতুন বিভাগ, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা তৈরি করছে।প্রশাসনিক বিকেন্দ্রীকরণ একটি চলমান ও প্রচলিত প্রক্রিয়া। যা সব সময় অব্যাহত থাকে। ১৩ টি উপজেলা নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কিশোরগঞ্জের ভিতর ভৈরব অনেক আগেই স্বতন্ত জেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ভৈরববাসী যখনই যুক্তিক জেলা বাস্তবায়নের দাবি তুলে, ঠিক তখনই অখন্ড কিশোরগঞ্জ নামে তারা ঢেকুর তুলে!
তারা প্রশ্ন করেন, কিশোরগঞ্জ কি আলাদা স্বাধীন কোন রাষ্ট্র? যেন তোদের কাছ থেকে আমরা স্বাধীনতা চাচ্ছি? তারা কি ভুলে গেছেন, তারাও একদিন ময়মনসিংহ জেলার অধীনে ছিলেন!
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগাযোগের সুবিধার্থে কিশোরগঞ্জ জেলাকে ভেঙ্গে ভৈরব জেলা বাস্তবায়ন করা উচিত।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো জেলা বাস্তবায়ন হয়নি। অন্তবর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তবে সামনে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
https://slotbet.online/