• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কটিয়াদীতে ব্রি ধান- ৪৯ জাতের নমুনা শস্য কর্তন কুঁড়াভর্তি ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার ফুলেল শুভেচ্ছা ও নিসচা পরিবারের ভালোবাসায় সিক্ত দেশসেরা রোড ফাইটারে ভূষিত সাংবাদিক মোঃ আলাল উদ্দিন নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভৈরবে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা অর্থদন্ড ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে এবার ইতালিতে মানববন্ধন কুলিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু কটিয়াদীতে শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসুম পাঠান ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে মহাসড়কে নফল নামাজ আদায় কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত দুই শহীদ স্মরণে সভা কটিয়াদীতে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল

মানবাধিকার কর্মীদের ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১৭৯ Time View
Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রফিকুল ইসলাম রুবেল:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এবং তাতে থাকা বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় ভৈরব পৌরশহরের দূর্জয় মোড় নূরাণী মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC ‘র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্দা হাজী মো: তোফাজ্জল হক, সহ সভাপতি মোবারক আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো: বরকত উল্লাহ, আইন ও সুরাক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন জুয়েল, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল মিয়া, মো: হানিফ মিয়া, এম এ কাইয়ুম, সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ আলমগীর, সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ কে আর হাবিবুল বাহার, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসমত আলী, পৌর বিএনপির নির্বাহী সদস্য নিজাম উদ্দিন সরকার, মো: শাহীন মিয়া, পরিবহন শ্রমিক দল ভৈরব বাসস্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হাজী কুদ্দুস হক, কর্মজীবী দল ভৈরব পৌর শাখার সভাপতি রেজভী চৌধুরী জনি, সাধারণ সম্পাদক আবু কালাম চৌধুরী প্রমূর্খ।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হক
গত কয়েক বছর ধরে ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলের নৃশংসতা বেড়েই চলেছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ যখন ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করে, তখন থেকেই ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা শুরু করে। এবার তারা বহরের বেশিরভাগ জাহাজ আটক করে মানবাধিকার কর্মীদের কারাগারে আটক করে রেখেছে । আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC ‘ বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা দীর্ঘদিন ধরে গাজাবাসী অবরুদ্ধ অবস্থায় রয়েছে। খাদ্য ও চিকিৎসার অভাবে তারা প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। এর মধ্যে ত্রাণবাহী নৌবহর ও মানবাধিকার কর্মীদেরও আটক করা হয়েছে, যা মানবতার ইতিহাসে অন্যতম জঘন্য নিষ্ঠুরতা। মানবতা যেখানেই আক্রান্ত হবে, দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে সেখানেই দাঁড়াতে হবে।’

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মো: রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় নিরীহ নিরস্ত্র ফিলিস্তিন বাসির জন্য বিশেষ মোনাজাত করেন ভৈরব বাসস্ট্যান্ড নূরানী জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ ভৈরবী।

উল্লেখ্য, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নিয়েছে, যেখানে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মীরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/