নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, এই নির্বাচন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম মোড়ল ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশে বলেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে আশা-আকাঙ্ক্ষা জমে আছে, এবারের নির্বাচন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ। আমাদের এই সংগ্রাম দুর্নীতি, কালো টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে। ইনশাআল্লাহ, এই সংগ্রামে আমরাই বিজয়ী হব।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, কর্ম পরিষদ সদস্য এসএম ইউসুফ, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন, কটিয়াদি জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমীর ডা. মো. সোহরাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/