নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার(২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর সদরের বোয়ালিয়া তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাজকল্যাণ,সংস্কৃতি ও ক্রীড়া পরিষদ ও বোয়ালিয়ার আয়োজনে মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়।এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন ।
কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জালাল উদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ও কটিয়াদী উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেলিম হায়দার প্রমূখ।
https://slotbet.online/