আরিফুল ইসলাম :
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কণ্ঠনালির জটিলতায় ভুগছেন। প্রায় ছয় বছর ধরে এ সমস্যা তাঁকে ভোগাচ্ছে। চিকিৎসা নিচ্ছেন নিয়মিত, তবে এর প্রভাব পড়ছে তাঁর সংগীতচর্চায়।
তাহসান জানান, যদি কনসার্ট বা লাইভ পারফরম্যান্স কমে যায়, ভক্তদের বুঝে নিতে হবে সমস্যাটা বেড়ে গেছে। তিনি ভক্তদের দোয়া কামনা করে বলেন, “আসতে পারব না মেলবোর্নে, কিন্তু আমি আপনাদের মিস করব।”
১৯৯৮ সালে বন্ধুদের নিয়ে অলটারনেটিভ রক ব্যান্ড গঠন করে সংগীতে পথচলা শুরু করেন তাহসান। ২০০০ সালে ব্ল্যাক ব্যান্ডে যোগ দিয়ে শুরু হয় তাঁর পেশাদার সংগীতজীবন। ২০০৪ সালে ব্যান্ড ছেড়ে একক অ্যালবামে মনোযোগ দেন। এরপর প্রকাশ করেন সাতটি জনপ্রিয় অ্যালবাম—‘কথোপকথন’, ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’সহ বহু হিট গান উপহার দেন শ্রোতাদের।
পরে গড়ে তোলেন নিজস্ব ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’, বর্তমানে পারফর্ম করছেন ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে। সংগীতের পাশাপাশি অভিনয়েও পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায় নিয়মিত কাজ করলেও ধীরে ধীরে অভিনয়েও কমিয়ে এনেছেন উপস্থিতি। সর্বশেষ তাঁকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘বাজি’-তে। এছাড়া সম্প্রতি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজন সঞ্চালনা করেছেন।
কণ্ঠনালির সমস্যা ধরা পড়ে ২০১৮ সালে। এরপর থেকে বদল আনতে হয়েছে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে। তবু নিয়মিত গান করার ক্ষেত্রে ভোগাচ্ছে জটিলতা। ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, “দোয়া করবেন, যেন পরিস্থিতি আরও খারাপ না হয়।”
https://slotbet.online/