নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভাই-বোন জাহাঙ্গীর ও আসমার দায়িত্ব কাঁধে নিয়ে দুঃচিন্তায় পড়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।এমতাবস্থায় তিনি সমাজের বিত্তবান ব্যাক্তিদের মানসিক ভারসাম্যহীন দুই ভাই-বোনের পাশে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বুধবার(২৭ আগষ্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান।
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা তাদের ভরণপোষণের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করায় মানবিক বিবেচনায় ইউএনও নিজেই তাদের সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এমনকি চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হলেও সঙ্গে যাওয়া বাবা ও চাচাতো ভাই দায়িত্ব এড়িয়ে পালিয়ে আসেন। ফলে একা হয়ে পড়েছেন উপজেলা নির্বাহী অফিসার। স্থানীয় সমাজ ও পরিবারের সহযোগিতা না পাওয়ায় তিনি চরম দুস্চিন্তায় রয়েছেন।
ইউএনওর অফিসিয়াল ফেসবুকে আইডিতে এক ভিডিও বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম বলেন, অসুস্থ দুই ভাইবোনের চিকিৎসার দায়িত্ব নিয়ে আমি খুবই দুঃচিন্তায় আছি।বিশেষ করে বাবা তার ছেলে- মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে এসেছেন। এতে আমি কষ্ট পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মত নয়।
মানবিক ইউএনও আরো বলেন, যদি কোন হৃদয়বান ব্যাক্তি এই অসুস্থ দুই ভাইবোনের পরিচর্যায় ঢাকা সেন্ট্রাল হেলথ ইন্সষ্টিটিউটে এগিয়ে আসেন তবে তার থাকা-খাওয়া সহ সমস্ত ব্যয়ভার কটিয়াদী উপজেলা প্রশাসন বহন করবে। তাছাড়া তিনি মানবিক এ উদ্যোগকে টিকিয়ে রাখতে তিনি সমাজের সচেতন নাগরিক ও বিত্তবানদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
https://slotbet.online/