• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
কটিয়াদীতে ব্রি ধান- ৪৯ জাতের নমুনা শস্য কর্তন কুঁড়াভর্তি ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার ফুলেল শুভেচ্ছা ও নিসচা পরিবারের ভালোবাসায় সিক্ত দেশসেরা রোড ফাইটারে ভূষিত সাংবাদিক মোঃ আলাল উদ্দিন নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভৈরবে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা অর্থদন্ড ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে এবার ইতালিতে মানববন্ধন কুলিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু কটিয়াদীতে শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসুম পাঠান ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে মহাসড়কে নফল নামাজ আদায় কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত দুই শহীদ স্মরণে সভা কটিয়াদীতে পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল

এবার প্রতিবন্ধী খুরশিদ মাঝির পাশে দাঁড়ালেন কটিয়াদীর ইউএনও

Reporter Name / ৭৫ Time View
Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফখর উদ্দিন ইমরান:
জীবনের পরন্ত সময়ে এসেও বেঁচে থাকার অদম্য চেষ্টা চালাচ্ছে মানুষ। দুই পা অচল তবুও মানুষের কাছে হাত না পেতে অদম্য মনোবল ও মানসিক শক্তি দিয়ে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে কটিয়াদীর খুরশিদ মাঝি। নদীর পানি আর শেষ সম্বল একটি নৌকাই যেনো তার শেষ ভরসা৷ ৩০ বছর ধরে খেয়া পারাপার করে চলছেন তিনি৷
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া মৃধা বাড়ি এলাকার মাঝি খুরশিদ৷ বাড়ির পাশের নদীতে খেয়া পারাপার করে যা উপার্জন করেন তাই দিয়ে খুঁড়িয়ে চলছে তার জীবন৷
খুরশিদ মাঝিকে নতুন দোকান ও মালামাল দিয়ে সহায়তা করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন৷ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাঝি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে যানবাহন চলাচলের উন্নতি হওয়াতে গুরুত্ব কমেছে নদী পথের৷ তবুও নদীতেই কাটছে তার দিন৷ নদীর অপর প্রান্তে নরসিংদীর মনোহরদীর চরমান্দালিয়া ইউনিয়ন। প্রতিদিন কিছু মানুষ এখনো প্রয়োজনীয় কাজে নদী পারাপার হয়৷ নিজ উপার্জন বেঁচে থাকার প্রয়াস খুরশিদ মাঝির ৷ স্বামী-স্ত্রী মিলে কোনরকমে কাটছে একাকিত্ব দিনগুলো৷ প্রশাসনের সহায়তার উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। খুরশিদ মাঝির দুই পা অচল থাকায় দড়ি টানা নৌকা দিয়ে মানুষ পারাপার করেন৷ অধিকাংশ সময় যাত্রীরাই দড়ি টেনে নদী পার হন৷ এভাবেই প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত চলছে খুরশিদ মাঝির দিনগুলো৷ এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হবার পরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে যান নদীর ঘাটে৷ এসময় তিনি মাঝির সুখ দুঃখের কথাগুলো শুনেন৷ এবং তাকে সংসার নিয়ে চলার জন্য একটি দোকান ও প্রয়োজনীয় মালামাল তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন৷
খুরশিদ মাঝি বলেন, ‘কেউ আমারে সহায়তা করবো এইডা কহনো চিন্তা করি নাই৷ আমি সরকারের এই সহায়তার কথা শুইন্যা দীর্ঘ অনেক বছর পরে মনডা খুশি অইলো ৷ এই দোকানের মাধ্যমে আমার সংসারে একটু হলেও ভালো অইবো’।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, খুরশিদ মাঝির জীবন যুদ্ধ নিয়ে একটি সংবাদ আমার নজরে আসে৷ আজ আমি এসে খোঁজখবর নিলাম৷ খুরশিদ মাঝির সাথে কথা বলে তাকে ঘাটের সাথে একটি দোকান তৈরি করে মালামাল সহ দেওয়ার পরিকল্পনা নিয়েছি৷ এর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/